বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশলঃ ইংরেজি
পড়াশুনা ডেস্কঃ
প্রকাশিত: ০৫:০৪ এএম, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ আপডেট: ০৫:০৪ এএম, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
আজকে কথা বলা যাক ইংরেজি গ্রামার নিয়ে। মূলত এই অংশে অনেকেই ভাল ইংরেজি পারা স্বত্তেও প্রত্যশিত মার্কস তুলতে পারেন না। এর কারণ হিসেবে বলা যায়, নিজেকে একটু ছাড়িয়ে যাওয়ার চেষ্টা না করা বা আরও একটু সতর্কভাবে প্রস্তুতি না নেয়া।
Pronoun & its Usage নিয়ে কথা বলব আজ।
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
Subjective Pronoun:
Rule-1: Sentence এবং clause এর subject হিসাবে subjective pronoun বসে। যেমনঃ Suman and we are going to join the same fraternity.
Rule-2: Positive degree তে ব্যবহৃত so..... as, as......as এবং comparative degree তে ব্যবহৃত than এর পর subjective pronoun হবে, যদি subject এর সাথে তুলনা করা হয়। কিন্তু, যদি object এর সাথে তুলনা করা হয় তাহলো objective pronoun হতে পারে। যেমনঃ He is taller than I. My father loves me more than him.
Rule-3: Be verb এর পরে subjective pronoun বসে। যেমনঃ This is he speaking. I wish i were he.
Objective Pronoun:
Rule-1: Sentence এবং clause এর object হিসাবে objective Pronoun বসে। যেমনঃ I firbade him to go.
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
Rule-2: Preposition এর পরে objective pronoun বসে। যেমনঃ Between you and me, this is the greatest movie i have ever seen. Note: preposition টি যদি conjunction or adverb হিসাবে use হয় তাহলে এর পর objective pronoun না হয়ে subjective pronoun হবে।
Rule-3: Let এর পরে pronoun আসলে সেটি object pronoun হবে। যেমনঃ Let him go. Rule-4: Infinitive, gerund, participle এরপর object pronoun বসে। যেমনঃ He tried to follow me.
Possessive pronoun: কোন বাক্যে gerund এর পূর্বে যদি pronoun আসে তাহলে সেটি অবশ্যই Possessive pronoun হবে। যেমনঃ My father never approved of her marrying a foreigner. (iv) Relative Pronoun: যে pronoun তার পূর্বেল্লিখিত noun বা pronoun কে নির্দেশ করে এবং বাক্যের অন্য অংশের সাথে তার সম্পর্ক স্হাপন করে দেয় সেই pronoun কে Relative pronoun বলে। যেমনঃ The man who is walking is a Teacher.
WHO / WHOM / WHOEVER / WHOMEVER এর ব্যবহারঃ
WHO এর ব্যবহারঃ
Rule 1: Who ব্যক্তিকে নির্দেশ করে এবং verb এর subject হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ, sentence এ শূন্যস্থান এর পর যদি সরাসরি একটি verb থাকে তাহলে শূন্যস্থানের মধ্যে who ব্যবহৃত হবে। যেমন : The man ------------ lives next door is a Teacher. Ans: who
এখানে gap এর পর সরাসরি একটি verb আছে এবং তাই gap এর মধ্যে who বসবে। EXAMPLE : Incorrect : I know the candidate whom was elected. Correct : I know the candidate who was elected.
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
Rule 2: Sentence এ gap এর পর যদি একটি subject এবং দুটি verb থাকে তাহলে gap এর মধ্যে who ব্যবহৃত হবে। তবে পূর্বেও subject + verb থাকতে হবে। অর্থাৎ, মনে রাখতে হবে যে, sentence এ যতগুলো verb, ঠিক ততগুলো subject থাকবে। subject + verb + who + subject + দুটি verb + ext. He + was + the boy + who + I + think + is + a student.
উদাহরণের সাহায্যে বিষয়টি সম্পর্কে আরো পরিষ্কার ধারণা নিন : Indicate the error, if any, in the underlined words. He was the author (A) whom I (B) believed was (C) most likely (D) to receive the Ekushe award.
এখানে দেখে মনে হয় whom ব্যবহৃত হয়েছে এবং এটি সঠিক। কিন্তু এখানে who ব্যবহৃত হবে। কারণ, I believed অংশটি এখানে clause বা বাক্যাংশ। আর I believed এর পর was এর subject হিসাবে who ব্যবহৃত হবে। সুতরাং উওরটি হবে : WHO, অর্থাৎ option A ভুল।
এরকম clause বা বাক্যাংশ হিসাবে আরো ব্যবহৃত হতে পারে....... যেমন : I saw the man who you said was away. ( এখানে you said হচ্ছে clause) You are the man who I think is waiting. ( এখানে I think হচ্ছে clause)
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
লক্ষ্য করলে দেখা যাবে যে, এখানে are এর জন্য you, think এর জন্য I এবং is এর জন্য who, subject হিসাবে বসেছে।
তবে মনে রাখবেন যে, পূর্বে subject + verb না থাকলে উপরের নিয়মটি প্রযোজ্য হবে না তখন whom হবে। subject + whom + subject + দুটি verb + ext. The man + whom + you + know + is + a doctor. লক্ষ্য করুন : সাধারণত যেখানে who ব্যবহৃত হয়, সেখানে that ব্যবহার করা যায়। কিন্তু পূর্বে কমা থাকলে who ব্যবহৃত হবে that হবে না। যেমন: My brother Farhan, who lives in Canada, is a Teacher.
WHOM এর ব্যবহার:
Rule 1: Whom ব্যক্তিকে নির্দেশ করে এবং object হিসেবে ব্যবহৃত হয়। Sentence এ gap এর পর যদি সরাসরি একটি subject এবং একটি finite verb থাকে তাহলে gap এর মধ্যে object হিসেবে whom ব্যবহৃত হবে। Example : He was the man --------- I saw at the hotel. ans: whom
ব্যাখ্যা: এখানে gap এর পর একটি subject এবং একটি finite verb আছে। তাই gap এর মধ্যে whom ব্যবহৃত হয়েছে। যেমন: Incorrect : He didn't know who he would take to the party. Correct : He didn't know whom he would take to the party.
লক্ষ্য করুন: এখানে, would এবং take আলাদা আলাদা finite verb নয়। would auxiliary verb হিসেবে main verb take এর সাথে একটি পূর্ণাঙ্গ finite verb এ পরিণত হয়েছে।
Rule 2: Sentence এ gap এর পূর্বে যদি preposition থাকে তাহলে gap এর মধ্যে object হিসাবে whom ব্যবহৃত হবে।
নিম্নের বিষয়গুলো মনে রাখতে হবে - To whom, from whom, with whom, by whom, all of, most of, none of, neither of, either of, any of, some of, many of, much of, (a) few of, both of, half of, each of, one of, two of + whom ( for people) / which ( for things) Example : Iqbal tried on three jackets, none of which fitted him. Two men, neither of whom I had seen before, came into the office. They have got three cars, two of which they rarely use.
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
WHOEVER / WHOMEVER এর ব্যবহার:
Rule 1: Antecedent নির্দিষ্ট হলে subject হিসেবে who এবং object হিসেবে whom ব্যবহৃত হয়। কিন্তু Antecedent অনির্দিষ্ট হলে subject হিসেবে whoever এবং object হিসেবে whomever ব্যবহৃত হয়। যেমন: I saw the man who came here.
এখানে who এর antecedent ( the man) নির্দিষ্ট, তাই whoever হয়নি। Tickets are given to whoever wants them.
এখানে whoever এর antecedent অনির্দিষ্ট তাই who হয়নি। You are the man whom I wanted.
এখানে whom এর antecedent (the man) নির্দিষ্ট, তাই whomever হয়নি। Given the prize to whomever you like.
এখানে whomever এর antecedent অনির্দিষ্ট তাই whom হয়নি।
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
অর্থাৎ, যেসব ক্ষেএে who ব্যবহৃত হতে পারে, সেসব ক্ষেএে whoever ব্যবহৃত হয়। আবার, যেসব ক্ষেএে whom ব্যবহৃত হতে পারে, সেসব ক্ষেএে whomever ব্যবহৃত হয়। শুধু শর্ত হচ্ছে Antecedent অনির্দিষ্ট হতে হবে। (v) Reflexive Pronoun: Rule-1: Reflexive pronoun কোন sentence অথবা clause অথবা preposition এর complement হিসাবে use হয়। যেমনঃ Help yourself to whatever you like.
Rule-2: কিছু কিছু verb আছে যেগুলো reflexive pronoun সহ use হয়, যেমনঃ avail, enjoy, absent, present, pride, kill, hurt, introduce ইত্যাদি। যেমনঃ Sumi absented herself from the meeting. Do not pride yourself on your wealth.
আজ এ পর্যন্তই থাক। সবাই ভাল থাকবেন।
Put your heart, mind, and soul into even your smallest acts. This is the secret of success.
--- Swami Sivananda
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
বি দ্রঃ লেখাটাতে কিছু স্টাডি / গ্রুপ স্টাডি করা শিক্ষার্থীদের আইডিয়া অনুযায়ী ধারণা দেয়া হয়েছে। আপনি আপনার মত করেও প্রস্তুতি নিতে পারেন। সফল হবার জন্য যে প্রস্তুতি দরকার, সেটা সম্পন্ন করাটাই মুখ্য কাজ।আর ছোটখাটো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে।