ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

বিজয়ের মাসে রেকর্ডের পথে ডাবর বাংলাদেশ ও টিম বিডিসি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:০৯ এএম, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট:   ০৩:০৯ এএম, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১  
বিজয়ের মাসে রেকর্ডের পথে ডাবর বাংলাদেশ ও টিম বিডিসি
বিজয়ের মাসে রেকর্ডের পথে ডাবর বাংলাদেশ ও টিম বিডিসি

দেশের নাম বিশ্বদরবারে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডাবর বাংলাদেশ ও টিম বিডিসি যৌথভাবে একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে ৪৮ ঘণ্টায় সাইক্লিং রিলে দলের মাধ্যমে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়ার বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা করা হবে। 

বাংলাদেশের ৫০তম বিজয়বার্ষিকী উপলক্ষে ৮ থেকে ১০ ডিসেম্বর আয়োজন করা হবে বিশেষ এই ইভেন্ট। যার নাম দেওয়া হয়েছে, ‘ডাবর হানি প্রেজেন্টস ১৬০০ কিলোমিটার বাই টিম বিডিসি পাওয়ার্ড বাই ডাবর গ্লুকোজ ডি’। 

এ বিষয়ে ডাবরের কান্ট্রি ম্যানেজার বলেন, ‘ডাবর বাংলাদেশের ইতিহাসের এমন সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত। আর টিম বিডিসিকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’ 

ডাবর বাংলাদেশ কর্তৃপক্ষ এবং টিম বিডিসির সদস্যদের উপস্থিতিতে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গেল এই আয়োজনের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। 

জীবন-যাপন থেকে আরও পড়ুন

বিজয়ের মাস রেকর্ড ডাবর বাংলাদেশ টিম বিডিসি

আপনার মন্তব্য লিখুন...