ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

বামপন্থী ও ডানপন্থী দলের মানে ও তাদের মধ্যে মূল পার্থক্য


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১১:০৪ পিএম, শনিবার, ১ এপ্রিল ২০২৩   আপডেট:   ১১:০৪ পিএম, শনিবার, ১ এপ্রিল ২০২৩  
বামপন্থী ও ডানপন্থী দলের মানে ও  তাদের মধ্যে মূল পার্থক্য
বামপন্থী ও ডানপন্থী দলের মানে ও তাদের মধ্যে মূল পার্থক্য

বামপন্থী ও ডানপন্থী দল মূলত রাজনৈতিক দলের দুটি প্রধান ধারাবাহিক উদ্দেশ্য এবং ধর্মীয় উৎস থেকে সৃষ্ট হওয়া দুটি আন্দোলনের প্রতিবিম্ব। বামপন্থী ও ডানপন্থী দল দুটোই রাজনৈতিক দল, তবে তাদের ইডিওলজি, প্রক্রিয়া ও লক্ষ্য একে অপর থেকে পুরোপুরি ভিন্ন। 

ডানপন্থা ও বামপন্থা শব্দগুলো রাজনীতির ক্ষেত্রে প্রথম প্রচলিত হয় ফরাসি বিপ্লবের সময়। ফরাসি সংসদে ভিন্ন মতধারার মানুষেরা যেসব দিকে আসন গ্রহণ করতেন, সেই দিকের নামানুসারে মতগুলোকে নির্দেশ করতে এই শব্দগুলো ব্যবহার শুরু হয়। রাষ্ট্রপতির ডানপাশে উপবিষ্ট মানুষেরা সাধারণভাবে পূর্বতন অভিজাত শাসনব্যবস্থা, রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং প্রাতিষ্ঠানিক ধর্ম তথা চার্চ প্রতিষ্ঠান ইত্যাদির সমর্থক ছিলেন। 

১৮১৫ সালে রাজতন্ত্রের পুনর্প্রতিষ্ঠার পরে ডানপন্থা বলে উগ্র-রাজতন্ত্রী দের নির্দেশ করা হত। যদিও ফ্রান্সে ঐতিহ্যগত রক্ষণশীলদের নির্দেশ করতে 'ডানপন্থা' ব্যবহৃত হত, পরবর্তীতে ইংরেজিভাষী দেশগুলোতে এই বিশেষণের অর্থ আরও বিস্তৃত হয়ে উদারপন্থী রক্ষণশীল, ঐতিহ্যগত উদারপন্থী এবং উদারবাদী রক্ষণশীল দের, এবং পাশাপাশি খ্রিষ্টীয় গণতান্ত্রিক এবং কিছু জাতীয়তাবাদীদের নির্দেশ করতে ব্যবহৃত হয়।

বামপন্থী দল মানে কি?

বামপন্থী দল হল সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সমর্থতার দিক থেকে বিশ্বাস রাখা দল। এই দলগুলো সামাজিক ন্যায় ও সমানতা, জনস্বার্থের সুরক্ষা, লোকশাসন ও প্রজাতন্ত্র উন্নয়নের পক্ষে আলোচনা করে এবং মানবাধিকারের প্রতি সমর্থন করে। এই দলগুলোর মধ্যে বামপন্থী গণতন্ত্র পার্টি, সমাজতান্ত্রিক পার্টি, মার্কসবাদী ও কমিউনিস্ট পার্টি ইত্যাদি রয়েছে।

বামপন্থী রাজনীতি (ইংরেজি: Left-wing politics) হচ্ছে সেই রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ড যা সামাজিক অসাম্য ও সামাজিক ক্রমাধিকারতন্ত্রের বিরুদ্ধে সামাজিক সাম্যকে গ্রহণ বা সমর্থন করে। এই রাজনীতি বিশেষভাবে জড়িত থাকে সমাজে যারা অন্যের তুলনায় কম পায় বা সুযোগহীন থাকে তাদের ব্যাপারে এবং পূর্বধারনা করে যে অসাম্যের অবিচার কমানো বা বিলুপ্ত করা উচিত।

ডানপন্থী দল মানে কি?

ডানপন্থী দল হল রাজনৈতিক আন্দোলনে দক্ষিণ ও কেন্দ্রীয় আন্দোলনের সমর্থকদের উপস্থিতি থেকে একটি সামাজিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয় এবং একটি নেতৃত্বমূলক উত্তরদায়ী দল। ডানপন্থী দলগুলো ধর্মনিরপেক্ষতা, বাজেট ব্যয় হ্রাস-বৃদ্ধি বিষয়ক সমর্থন, মুক্ত বাজার এবং উন্নয়নের পক্ষে স্থানান্তর করে এবং রাষ্ট্রবাদী ও দুর্বল রাজনৈতিক পক্ষে সমর্থন করে। ডানপন্থী দলগুলোর মধ্যে জাতীয় সংগঠন এবং রাজনৈতিক পার্টি রয়েছে, যেমন বিজেপি, রাষ্ট্রীয় সংঘ, রাষ্ট্রীয় জনতা দল ইত্যাদি।

অন্যভাবে বলা যায় ডানপন্থী দল হল এমন দল যা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সমর্থন করে এবং একটি মৌলিকভাবে দক্ষিণ পশ্চিম পর্যায়ের স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে নেতৃত্ব দেয়। এই দলগুলো সাধারণত সংবেদনশীল এবং রাষ্ট্রবাদী হয়। তারা বাজার বাধাপ্রতি এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন করে। বিশেষত, এই দলগুলো অধিকতর দক্ষিণ পশ্চিম এশিয়া এবং ল্যাটিন আমেরিকার রাজনৈতিক পরিসংখ্যানে প্রবলভাবে উপস্থিত থাকে। ডানপন্থী দলের উদাহরণ হিসেবে কনসারভেটিভ পার্টি, রিপাবলিক্যান পার্টি ইত্যাদি উল্লেখযোগ্য।

ব্যুৎপত্তি ও ইতিহাস:

১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় বাম ইংরেজি left শব্দটির উৎপত্তি হয়। তখন পার্লামেন্টের ডানদিকে বসতেন শাসকদল এবং সভাপতির বাঁম পাশের আসনগুলোয় বসতেন বিরোধীদল। বাঁম দিকে বসার জন্য তাদের বলা হতো বামপন্থী বা লেফটিস্ট। সমাজতন্ত্রী ও প্রগতিশীলদেরই এখন সাধারণভাবে বামপন্থী বলা হয়। পরবর্তীকালে ফ্রান্সের অনুকরণে অন্যান্য দেশের আইনসভায়ও বিরোধী দলের সদস্যদের বামদিকে বসার রীতি চালু হয়।

বামপন্থী রাজনীতির কর্মসূচি:

বিশ শতক পরবর্তীকালে বামপন্থী হতে হলে যে বৈশিষ্ট্য থাকা দরকার তা হচ্ছে বামপন্থিদের সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী হতে হবে। এছাড়াও বামপন্থি হতে হলে তাদের অবশ্যই সামন্তবাদবিরোধী তথা সামন্ততন্ত্রের অবশেষ উচ্ছেদের কর্মসূচি গ্রহণ করতে হবে; সবরকম সম্ভাব্য আকার ও রূপে বিরাজমান ভূমিদাস প্রথার জেরগুলো, যেমন বর্গাপ্রথার উচ্ছেদ করে ভূমিসংস্কার করতে হবে। তৃতীয়ত রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল আইন বা বিধিবিধানকে তারা সমর্থন করবে না। চতুর্থত, তারা উগ্র-জাতীয়তাবাদের বিরোধী অবস্থানে সুদৃঢ় থাকবে।

বামপন্থী অর্থনীতি:

বামপন্থী অর্থনীতি মুলত কেইন্সীয় অর্থনীতিতে বিশ্বাস করে এবং কারখানা গণতন্ত্র ও সামাজিক বাজারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রে অর্থনীতির জাতীয়করণে এবং কেন্দ্রীয় পরিকল্পনায় একটি নৈরাজ্যবাদী/ সিণ্ডিক্যালবাদের পক্ষে স্বব্যবস্থাপনার নৈরাজ্যবাদী সাম্যবাদের পক্ষে দাঁড়ায়। শিল্প বিপ্লবের সময় বামপন্থীরা ট্রেড ইউনিয়নকে সমর্থন করত। বিশ শতকের শুরুতে, অনেক বামপন্থী অর্থনীতিতে সরকারের শক্তিশালী হস্তক্ষেপের পক্ষে দাঁড়ান।

বামপন্থী দল ও ডানপন্থী দল এর মধ্যে পার্থক্য:

বামপন্থী দল হলো একটি রাজনৈতিক দল যা সামাজিক ন্যায় ও অধিকারের কথা উঠিয়ে তুলে দেয়। বামপন্থী দল একটি সামাজিকবাদী দল হিসাবে পরিচিত। এই দলের লোকজন বিশ্বাস করে যে, সমস্ত সমাজের সমান অধিকার এবং সুযোগ দেওয়া উচিত। বামপন্থী দলের আন্দোলনের প্রধান লক্ষ্য হলো ক্ষুদ্র এবং দুর্বল লোকের হিতের কথা উঠিয়ে আনা। বামপন্থী দলের মূল উদ্দেশ্য হলো সামাজিক ন্যায়বিচার এবং অধিকার বিষয়ে একটি সমগ্রভাবে সংঘটিত সমাজ স্থাপন করা।

সমকক্ষে, ডানপন্থী দল হলো একটি রাজনৈতিক দল যা দক্ষিণাত্মবাদের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পক্ষে স্থানান্তর করে এবং রাষ্ট্রবাদী ও দুর্বল রাজনৈতিক দলের পক্ষে সমর্থন করে। 

বামপন্থী দল বিশ্বাস করে সমাজবাদ ও সর্বাধিকার প্রাপ্তির মাধ্যমে সমগ্র সমাজের উন্নয়ন সম্ভব। তাদের লক্ষ্য হল সমাজবাদ এবং সমাজতন্ত্রের মাধ্যমে একটি সমতুল্য সমাজ সৃষ্টি করা। বামপন্থী দল সামাজিক ন্যায্যতা, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সেবার জন্য লড়াই করে। তাদের চেষ্টা থাকে গরিব এবং স্বদেশপ্রেমী মানুষের উন্নয়নে এবং শুদ্ধ রাজনীতির স্থাপনে।

অন্যদিকে, ডানপন্থী দল বিশ্বাস করে আর্থিক স্বাধীনতা এবং বাজার অর্থনীতির মাধ্যমে উন্নয়ন সম্ভব। তাদের লক্ষ্য হল পারিবারিক মালিকানা এবং ব্যবসায়িক নির্মাণ এবং রাজনীতিতে স্বাধীনতা।

রাজনীতিতে ডানপন্থা বা ডানপন্থী বিশেষণ ব্যবহৃত হয় এমন মতাদর্শের ক্ষেত্রে, যা মানুষের অর্থনৈতিক বা ঐতিহ্যগত বা সামাজিক শ্রেণীগত বিভেদ বা ধাপ বিন্যাসকে সমর্থন করে। একেক ডানপন্থী রাজনৈতিক দল বিভিন্ন মাত্রায় বামপন্থী রাজনীতি সমর্থিত সাম্যবাদের বিরোধিতা করে থাকে এবং সার্বিক সাম্য চাপিয়ে দেওয়াকে সমাজের পক্ষে ক্ষতিকর বলে মনে করে থাকে।

সহজ ভাবে বলা যায় - বামপন্থা মানে মানুষকে নিয়ে উন্নতি, সর্বস্তরের মানুষের উন্নতিতে সামিল রাখার নীতি, যেমন- স্বাধীনতা, সাম্য, শ্রেনীহীন সমাজ,ভ্রাতৃত্ব, অধিকার, অগ্রগতি, সংস্কার এবং আন্তর্জাতিকতাবাদের মত ধারণাগুলির উপর অধিকার অর্জন ও দেশের প্রশাসন নিয়ন্ত্রন। 

সরল ভাষায় ডানপন্থা হচ্ছে কেবল মাত্র - কর্তৃত্ব, শ্রেণিবিন্যাস, আদেশ, কর্তব্যের,জাতীয়তাবাদ এই কয়টি বিষয়ের উপর নীতি নির্ধারন করা।

তথ্যসূত্র: ইন্টারনেট

রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক দল পার্থক্য ডানপন্থা ও বামপন্থা ভি এই লেনিন

আপনার মন্তব্য লিখুন...