ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

নজিরের মগডালে রোনাল্ডো! আজ মাঠে নামলেই সবার উপরে ক্রিশ্চিয়ানো


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১১:০৩ এএম, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   আপডেট:   ১১:০৩ এএম, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩  
নজিরের মগডালে রোনাল্ডো! আজ মাঠে নামলেই সবার উপরে ক্রিশ্চিয়ানো
নজিরের মগডালে রোনাল্ডো! আজ মাঠে নামলেই সবার উপরে ক্রিশ্চিয়ানো

বড় নজিরের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ পর্তুগালের হয়ে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে লিচেনস্টেইনের বিরুদ্ধে যদি তিনি খেলতে নামেন তা হলে ফুটবল ইতিহাসে কোনও দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন সিআর৭।

গত বিশ্বকাপেই এই নজির গড়তে পারতেন রোনাল্ডো। কিন্তু বিশ্বকাপের সব ম্যাচে তাঁকে খেলাননি পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টস। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি।

স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানিয়েছে, কুয়েতের বাদের আল মুতাওয়াও ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ১৪ জুন শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। আজ রোনাল্ডো খেলতে নামলে ১৯৭টি ম্যাচ খেলা হবে তাঁর।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন মালয়েশিয়ার সো চিন আন। তিনি ১৯৫টি ম্যাচ খেলেছেন। স্পেনের হয়ে ১৮০টি ম্যাচ খেলা সের্খিয়ো র‌্যামোস চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন ইটালির জিয়ানলুইজি বুফন। তিনি ১৭৬টি ম্যাচ খেলেছেন।

মার্কা জানিয়েছে, লিচেনস্টেইনের বিরুদ্ধে রোনাল্ডোর খেলা প্রায় নিশ্চিত। নতুন কোচ রোবার্তো মার্তিনেস তাঁর উপর ভরসা দেখাচ্ছেন। তবে পুরো ৯০ মিনিট হয়তো মাঠে থাকবেন না তিনি। দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন সিআর৭।

খেলা থেকে আরও পড়ুন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরো কাপ পর্তুগাল ফুটবল দল সিআর৭ স্প্যানিশ সংবাদ মার্কা লিচেনস্টেইন

আপনার মন্তব্য লিখুন...