ঢাকা কলেজ এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১০:০৩ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২ আপডেট: ১১:০৩ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর করে টির্চার ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি রড নিয়ে টিচার্স ট্রেনিং কলেজের সামনে যান। সেখানে ছাত্রলীগের দু্ই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে চলে যান। সেখান থেকে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
নিউমার্কেট জোনের সহকারি কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান প্রথম আলোকে বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।